৬ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মসূচি পালন

ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১৮ মে) বেলা বারোটায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
ড্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় বাতিল এবং ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি নাজমুস সাকিব।
এ সময় বক্তব্য রাখেন সিভিল বিভাগের সপ্তম পর্বের শিক্ষার্থী এস এম সজীব, আশিক হাসান, তৃতীয় পর্বের মোহাম্মদ সামি, মেকানিক্যাল বিভাগের সপ্তম পর্বের মোহাম্মদ তরিকুল, সিভিল বিভাগের বেলায়েত ও ইসলামিক ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ইব্রাহিম ইসলাম শামীম।
বক্তারা ড্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি মামলার রায় অবিলম্বে বাতিল এবং দ্রুততম সময়ের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
What's Your Reaction?






