পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ, ১৬ লাখ টাকার মাছ নিধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্দ্রপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ১৬ লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। রবিবার (১৮ মে) রাতে উপজেলার কসবা মূলগ্রাম ইউনিয়নের চন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফোরকান ভুঁইয়া মেম্বার অভিযোগ করেন, “আমার পার্টনার শফিকুল ইসলামের পুকুর থেকে মাছ চুরির অভিযোগে জাহাঙ্গীর ফকিরের স্ত্রী একটি মামলা করেছে। সেই মামলার জেরে ছোটন মিয়ার নির্দেশে জাহাঙ্গীর ফকিরের ছেলেরা আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে।”
তিনি আরও বলেন, “পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন আমাদের পরিবারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। সরাসরি ক্ষতি করতে না পেরে তারা রাতে পুকুরে বিষ দেয়। এতে প্রায় ১৫-১৬ লাখ টাকার মাছ মারা গেছে।”
প্রতিবেশীরা জানান, ফোরকান মেম্বারের পুকুরে কে বা কারা রাতের আঁধারে বিষ প্রয়োগ করেছে। সোমবার সকালে স্থানীয়রা পুকুরে ভেসে উঠা মরা মাছ দেখতে পান। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, “এ ব্যাপারে কয়েকজন ফোনে জানিয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।”
What's Your Reaction?






