রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, আতঙ্কে মানুষজন
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আকস্মিক এই কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উত্তরা, মিরপুর, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত মানুষজন জানান, সকাল ১০টা ৪১ মিনিটের দিকে প্রায় ৩০ সেকেন্ড ধরে ভবন কেঁপে ওঠে। হঠাৎ ঝাঁকুনিতে অনেকে ঘর-বাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন। অফিস-আদালত, বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে মুহূর্তের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের উৎস, মাত্রা ও কেন্দ্রস্থল সম্পর্কে জানতে সংশ্লিষ্ট সংস্থাগুলো তথ্য সংগ্রহ করছে।
ঘটনার বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।
What's Your Reaction?
মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ