বিজয়নগরে ভূমিদাতার দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Oct 27, 2025 - 13:35
 0  6
বিজয়নগরে ভূমিদাতার দোকান উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভূমি অফিস নির্মাণের জন্য দানকৃত জায়গা থেকে জমিদাতার ওয়ারিশদের উচ্ছেদের প্রতিবাদী ব্যবসায়ী ও এলাকাবাসী মানববন্ধন করেন।

এই উচ্ছেদের প্রতিবাদে এলাকার সাধারণ মানুষ ও ভুমি
দাতাদের ওয়ারিশরা গতকাল বিকেলে দুলালপুর বাজারে মানববন্ধন কর্মসূচী পালন করে। 

মোঃ আমিনুল হকের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, আব্দুল গনি মাষ্টার, হুমায়ুন কবির, সারোয়ার আলম, মস্তু মিয়াসহ আরো অনেকে। 

এ সময় বক্তারা বলেন, আমাদের পৈত্রিক দান করা জায়গা থেকে আজ আমাদের উচ্ছেদ করা হচ্ছে। এই উচ্ছেদের ফলে এইখানে যাদের দোকান ছিলো তারা নিঃশ্ব হয়ে গেছে। এখন তারা কিভাবে জীবিকা নির্বাহ করবে! উপজেলা প্রশাসনসহ ভুমি অফিসের নিকট স্থানীয় এলাকাবাসীর দাবি মানবিক দিক বিবেচনা করে প্রয়োজনে তাদেরকে দোকানের জায়গাটুকু লীজ অথবা ভাড়ার মাধ্যমে বরাদ্দ প্রদান করা যেন হয়।

একসময় উপজেলার বিষ্ণুপুর, পত্তন ও সিংগারবিল এই তিন ইউনিয়ন মিলে একটি ভুমি অফিস ছিলো। বিষ্ণুপুরে আলাদা কোন ভুমি অফিস না থাকায় সাধারণ মানুষকে ভোগান্তির স্বীকার হতে হতো। সেই ভোগান্তি নিরসনে বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ মানুষের সুবিধার্থে বিষ্ণুপুরে ভুমি অফিস নির্মানের জন্য মৃত আব্দুল মান্নান, মৃত ফরিদুল হক, মৃত শফিকুল হক নিজেদের ৩১ শতাংশ ভুমি দান করেছিলেন ভূমি অফিসকে। পরে ১৯৯০ সালে বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর গ্রামে ভুমি অফিস স্থাপন করা হয়। ভূমি অফিস জায়গা দান করা ও অফিস স্থাপনের আগে থেকেই এই জায়গার রাস্তার পাশে দোকান দিয়ে ভুমি দাতাদের ওয়ারিশরা ছোট খাটো ব্যবসায় করে পরিবারের জীবিকা নির্বাহ করে আসছে। ভূমি দান করার সময় প্রশাসন আশ্বাস দিয়েছিল তাদের এইসব দোকানপাট ভবিষ্যতে অক্ষত থাকবে।  কিন্তু বিগত কয়েকদিন আগে ভুমি অফিস ভবন নির্মানের কথা বলে জোরপূর্বক ভুমি দাতাদের ওয়ারিশদের দোকান থেকে উচ্ছেদ করে। ভূমি অফিসের এই অমানবিক কর্মকাণ্ডে সাধারণ মানুষ হতবাক বিস্মিত। 

এ বিষয়ে জানতে বিজয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ফতিমা কে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow