সালথায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Sep 27, 2025 - 13:08
 0  15
সালথায় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

ফরিদপুরের সালথায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সালথা থানা হলরুমে এ সভার আয়োজন করে সালথা থানা প্রশাসন।

সভায় সভাপতিত্ব করেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। কোনো প্রকার অশান্তি বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মতামত প্রদান করেন। এর মধ্যে ছিলেন, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম নাহিদ, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমীর মাওলানা আবুল ফজল মুরাদ, উলামা বিভাগের সভাপতি মাওলানা মিকাইল ইসলাম, বিএনপির সালথা উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট জাহিদুল ইসলাম লাভলু, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি মো. মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সালথা উপজেলা সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক ক্বারী সাইফুল ইসলাম।এছাড়াও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা, সিসি ক্যামেরা স্থাপন, পুলিশের টহল বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, প্রতিটি পূজা মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow