নওগাঁর ৬ আসনের মধ্যে ৫ টিতে বিএনপির মনোনয়ন ঘোষণা
নওগাঁ জেলার মোট ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন তালিকা প্রকাশ করেন। ঘোষিত তালিকা অনুযায়ী, নওগাঁ-১ আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনে শামসুজ্জোহা খান জোহা, নওগাঁ-৩ আসনে ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনে ইকরামুল বারী টিপু এবং নওগাঁ-৬ আসনে শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। তবে নওগাঁ-৫ আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন দলের মহাসচিব।
মনোনয়ন ঘোষণার পর থেকেই নওগাঁর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, মনোনয়নপ্রাপ্ত এসব প্রার্থী যদি নির্বাচিত হন, তবে তাঁরা এলাকার মানুষের দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। বিএনপির স্থানীয় নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, অভিজ্ঞ ও জনপ্রিয় প্রার্থীদের অংশগ্রহণে নওগাঁ জেলায় দলটি আগামী নির্বাচনে শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।
What's Your Reaction?
কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ