আত্রাইয়ে নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলামের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা
নওগাঁর আত্রাই উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলামের সঙ্গে সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা।
সভায় নবাগত ইউএনও শেখ মো. আলাউল ইসলাম আত্রাই উপজেলাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারায় সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, একটি গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে তিনি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, দল-মত নির্বিশেষে সকলের সহযোগিতা পেলেই আত্রাইকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। সরকারের উন্নয়ন কার্যক্রম যাতে সঠিক সময়ে ও সঠিকভাবে বাস্তবায়িত হয়, সে বিষয়ে তিনি সর্বোচ্চ নজরদারির আশ্বাস দেন।
তিনি আরও বলেন, সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ পেলে অদূর ভবিষ্যতে আত্রাইকে একটি উন্নত মডেল উপজেলায় রূপান্তর করা সম্ভব। সততা ও নিষ্ঠার সঙ্গে জনসেবাকে প্রাধান্য দেওয়াই হবে তাঁর মূল লক্ষ্য।
ইউএনও শেখ মো. আলাউল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নির্মূল, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রশাসন সবসময় সচেষ্ট থাকবে। তিনি মনে করেন, একটি আধুনিক ও উন্নত আত্রাই গড়তে সবার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন।
সভায় উপস্থিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা নবাগত ইউএনওকে স্বাগত জানিয়ে আত্রাইয়ের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, মো. খবিরুল ইসলাম, আফজাল হোসেন, মামনুর রশিদ, সম্রাট হোসেন, নাজিমুদ্দিন, সোনালী ব্যাংকের ম্যানেজার নুরুন নবী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মো. আব্দুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আনিছুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আরেফিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, আত্রাই থানা প্রেসক্লাব সভাপতি ফরিদুল আলম পিন্টু, সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খান, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, সদস্য মো. রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি সরদার মাহমুদ উত্তাল, ইউনাইটেড প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন টগর, সাংবাদিক মো. কাজী রহমান, মো. শাহাদুল ইসলাম বাবু, রিমা খাতুনসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ