মুন্সীগঞ্জে জনসভায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত পরিচালনা করলেন এমপি প্রার্থী আব্দুল্লাহ
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ’কে স্বাগত জানিয়ে শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে এক জনসভা।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ টা হাসাড়া ইউনিয়নের বাজার মাঠে অনুষ্ঠিত এ জনসভায় সভাপতিত্ব করেন হাসাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল রশিদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খানসহ সংশ্লিষ্ট নেতা-কর্মী এবং স্থানীয় জনসাধারণ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, “দল-মত নির্বিশেষে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি। আমরা আশা করি, তিনি সুস্থ হয়ে আমাদের সঙ্গে নির্বাচনের মাঠে ফিরবেন। দল আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। ইনশাআল্লাহ, জনগণ আমাকে নির্বাচিত করলে মুন্সীগঞ্জ-০১ আসনকে মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। পাশাপাশি একটি আধুনিক হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবো।”
জনসভার শেষাংশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির কল্যাণ এবং ধানের শীষের বিজয় কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত পরিচালনা করেন এমপি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নিজেই।
জনসভা শেষে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী উদ্দীপনা আরও উজ্জীবিত হয়ে ওঠে।
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ