ফরিদপুরে বিএমএ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময় সভা

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ফরিদপুর জেলা শাখার নবনির্বাচিত কর্মকর্তাদের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিএমএ ফরিদপুর শাখার অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীম, সাধারণ সম্পাদক ডা. মো. আলী আকবর হালদার, সহ-সভাপতি ডা. আসিফুল আলম, যুগ্ম সম্পাদক ডা. মিজানুর রহমান মিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. এ.এফ.এম কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ফরিদপুর বিএমএ ইতোমধ্যে জেলা সদরে নিজস্ব বিএমএ ভবনে ‘ফ্রি ফ্রাইডে ক্লিনিক’ চালুর উদ্যোগ নিয়েছে। এ ক্লিনিকে প্রতিনিয়ত দরিদ্র ও অসহায় রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ পাবেন।
তারা আরও জানান, সরকারের বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কর্মসূচিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে বিএমএ কাজ করবে। ফরিদপুরে কর্মরত চিকিৎসকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে বিএমএ সবসময় সক্রিয় থাকবে বলেও তারা জানান।
সভায় নেতারা ফরিদপুরকে চিকিৎসা খাতে আরও সমৃদ্ধ জেলায় রূপান্তরের লক্ষ্যে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। শেষে বিএমএর বিগত দিনের কার্যক্রম ও আগামীর কর্মপরিকল্পনার লিখিত কপি সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।
সভায় ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






