জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপিত ফরিদপুরে
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বর্ণাঢ্য র্যালিটি সিভিল সার্জন অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর জেনারেল হাসপাতালের সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, রক্তদান একটি মানবিক ও মহৎ কাজ, যা অন্যের জীবন বাঁচাতে সহায়তা করে। তারা সবাইকে সঠিক ও সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় এবং দক্ষ টেকনিশিয়ানের মাধ্যমে ব্লাড স্ক্যানিং করার আহ্বান জানান।
এছাড়া মরণোত্তর চক্ষুদানের গুরুত্ব নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, চক্ষুদান একটি পবিত্র ও মহান কাজ—যে মানুষটি জীবদ্দশায় পৃথিবীর আলো দেখতে পাননি, তাকে মৃত্যুর পর নিজের চোখ দান করে আলো দেখার সুযোগ করে দেওয়া মানবতার শ্রেষ্ঠ দৃষ্টান্ত।
অনুষ্ঠানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
What's Your Reaction?
জেলা প্রতিনিধি, ফরিদপুরঃ