নগরকান্দায় প্রতিবন্ধী ভাতিজীর ভাতার টাকা আত্মসাতের অভিযোগ কাকার বিরুদ্ধে
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের সদরবেরা গ্রামে নিজের আপন ভাতিজির প্রতিবন্ধী কার্ডের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক কাকার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সদরবেরা গ্রামের মৃত ইসরাফিল এর এক প্রতিবন্ধী মেয়ে রত্না আক্তার নামে সরকার প্রদত্ত প্রতিবন্ধী ভাতার টাকা। তোলার দায়িত্ব ছিল তার কাকা ইউনুস শেখের। কিন্তু তিনি ভাতিজির নামে বরাদ্দকৃত সেই সরকারি সহায়তার টাকা নিজের বিকাশ নাম্বার এলে নিজের প্রয়োজনে ব্যয় করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, প্রতিবন্ধী রত্না আক্তার নিজের প্রাপ্য ভাতার টাকা একবারও হাতে পাননি। বিষয়টি জানতে পারার পর পরিবার ও স্থানীয়রা ইউনুস শেখের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
তালমা ইউনিয়ন পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের কাজ অনৈতিক ও শাস্তিযোগ্য অপরাধ। প্রকৃত উপকারভোগীকে তার প্রাপ্য সুবিধা দেওয়া উচিত।
নগরকান্দা উপজেলা সমাজসেবা কর্মকর্তা বলেন, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?
শফিকুল ইসলাম মন্টু, স্টাফ রিপোর্টারঃ