বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু নির্মাণ : হাতিয়ার ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Nov 2, 2025 - 21:29
 0  4
বিএনপি নেতার অর্থায়নে কাঠের সেতু নির্মাণ : হাতিয়ার ৬ হাজার মানুষের দুর্ভোগ লাঘব

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মৌলভী ও আলামিন গ্রামের প্রায় ৬ হাজার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটেছে একটি নতুন কাঠের সেতু নির্মাণ ও একটি পুরোনো সেতু সংস্কারের মাধ্যমে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীবের ব্যক্তিগত অর্থায়নে এই সেতুগুলো নির্মাণ ও সংস্কার করা হয়।

রবিবার (২ নভেম্বর) সকালে সেতু দুটি আনুষ্ঠানিকভাবে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়।

উপজেলার চানন্দী বাজার সংলগ্ন মৌলভী গ্রামের নতুন কাঠের সেতুটি ও আলামিন গ্রামের পুরোনো কাঠের সেতুর সংস্কারকাজ স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি করেছে। প্রতিটি সেতুর গড় দৈর্ঘ্য ৬০ থেকে ৭০ ফুট এবং প্রস্থ ৭ ফুট। মজবুত করতে ইট-সিমেন্টের রডের পিলারের ওপর কাঠের মোটা তক্তা ও ফালি বসানো হয়েছে। এখন সেতু দিয়ে সিএনজি, ব্যাটারিচালিত রিকশা, মোটরসাইকেলসহ হালকা যানবাহন সহজেই চলাচল করতে পারছে।

চানন্দী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি ইসমাইল তালুকদার বলেন, “দীর্ঘদিন ধরে চানন্দী খালের ওপর কোনো ব্রিজ না থাকায় গ্রামের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। একাধিক জনপ্রতিনিধিকে বিষয়টি জানানো হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব ব্যক্তিগত উদ্যোগে সেতু নির্মাণ ও সংস্কারের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটালেন।”

চানন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে মৌলভী ও আলামিন গ্রাম ছিল অবহেলিত। বাঁশের সাঁকো পেরিয়ে প্রতিদিন শত শত মানুষ ও শিক্ষার্থী যাতায়াত করত। বিএনপি নেতা তানভীর উদ্দিন রাজীব যখন এলাকায় জনগণের সঙ্গে দেখা করতে আসেন, তখন তিনি এ দুর্ভোগের কথা জানতে পারেন এবং নিজ খরচে সেতু নির্মাণের উদ্যোগ নেন। এতে স্থানীয়দের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো।”

এ বিষয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর উদ্দিন রাজীব বলেন, “স্থানীয় লোকজনের অনুরোধে আমি ব্যক্তিগত উদ্যোগে সেতু নির্মাণ ও সংস্কারের কাজ করেছি। এতে তাদের চলাচল সহজ হয়েছে, আমিও আনন্দিত। বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি নির্মিত হওয়ায় গ্রামীণ অর্থনীতি ও জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। বহু বছরের কষ্টের অবসান ঘটায় এখন তারা আনন্দিত ও কৃতজ্ঞ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow