শিক্ষক দিবসে আলিম পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত মাওলানা আবুল হাসান

ফরিদপুরের নগরকান্দায় আলিম পর্যায়ে “শ্রেষ্ঠ গুণী শিক্ষক” হিসেবে নির্বাচিত হয়েছেন আইনপুর আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান মিয়া।
রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় শ্রেষ্ঠ শিক্ষকের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।
মাওলানা মো. আবুল হাসান মিয়া তার শিক্ষা জীবনে ধারাবাহিকভাবে কৃতিত্বের পরিচয় রেখে গেছেন। তিনি ১৯৯৬ সালে মাদারীপুরের তালতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল, ১৯৯৯ সালে সরমঙ্গল টেকেরহাট রাশেদিয়া কামিল মাদ্রাসা থেকে আলিম এবং ২০০২ সালে একই প্রতিষ্ঠান থেকে ফাজিল পাস করেন। পরবর্তীতে ২০০৫ সালে মাদারীপুরের বাহাদুরপুর শরীয়াতিয়া কামিল মাদ্রাসা থেকে কামিল ডিগ্রি অর্জন করেন। এছাড়া ২০০০ সালে গওহরডাঙ্গা কওমী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করেন।
শিক্ষকতা জীবন শুরু করেন ২০০৫ সালে সালথা সুলতানিয়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভি হিসেবে। সেখানে দীর্ঘ ১৪ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০১৯ সালে আইনপুর আলিম মাদ্রাসায় সহ সুপার পদে যোগ দেন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিজীবনে তিনি এক ধার্মিক পরিবারের সন্তান এবং একজন ধর্মপ্রাণ গৃহিণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ। তাঁর দুই পুত্র ও এক কন্যা রয়েছে, যারা সবাই শিক্ষাজীবনে সাফল্যের পথে এগিয়ে চলেছেন।
মাওলানা আবুল হাসান মিয়া শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষার্থী, সহকর্মী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে।
What's Your Reaction?






