শ্রীনগরে জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর তৃণমূল কর্মীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোব) বিকেলে উপজেলার ধাইসার তালুকদার বাড়ীতে শ্রীনগর সদর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে এই সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য আহসানউল্লাহ এবং সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির।
শ্রীনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন দিলুর সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম বেপারীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন মোড়ল, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহম্মেদ রনি এবং কৃষকদলের আহ্বায়ক শেখ শাহ আলম।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সদস্য মুনসুর আলী বাদল, বিএনপি নেতা আঃ হামিদ তালুকদার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু বক্কর সেন্টু ও সাধারণ সম্পাদক শফিউল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোড়ল, যুবদল নেতা আলমগীর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান জেকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, রমজান হোসেন টিটুসহ ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
What's Your Reaction?






