আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Oct 26, 2025 - 13:44
 0  8
আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন

নওগাঁর আত্রাই উপজেলার ঐতিহ্যবাহী আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল ট্রেনের যাত্রাবিরতির দাবিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে এলাকার প্রায় হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, আত্রাই উপজেলা মাছ উৎপাদনের জন্য সারাদেশে সুপরিচিত। কিন্তু ঢাকাগামী ট্রেনের সীমিত স্টপেজের কারণে ব্যবসায়ীরা সময়মতো রাজধানীতে মাছ পাঠাতে পারছেন না, যার ফলে স্থানীয় মৎস্যচাষি ও ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে আহসানগঞ্জ স্টেশনে শুধুমাত্র নীলসাগর ও দ্রুতযান এক্সপ্রেসের যাত্রাবিরতি রয়েছে। বক্তারা জোর দাবি জানান, চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি সকালে আহসানগঞ্জ অতিক্রম করে, এই ট্রেনটি এখানে থামানো গেলে জনগণ সকালে ঢাকায় গিয়ে রাতে ফিরে আসতে পারবে। এতে সাধারণ যাত্রীদের ভোগান্তি অনেকটা কমবে এবং বাণিজ্যিক যোগাযোগ আরও গতিশীল হবে।

মানববন্ধনে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম বলেন, "আত্রাই অঞ্চলের হাজারো মানুষ আহসানগঞ্জ স্টেশনের ওপর নির্ভরশীল। চিলাহাটি ট্রেন এখানে থামলে যাত্রীদের সুবিধার পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে। মাছসহ স্থানীয় পণ্য দ্রুত ঢাকায় পৌঁছানো সম্ভব হবে।"

জানা গেছে, আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের সংস্কার ও চিলাহাটি ট্রেনের যাত্রাবিরতির দাবিতে গত ৪ সেপ্টেম্বর রেল মন্ত্রণালয়ে একটি লিখিত আবেদন পাঠানো হয়েছিল। আবেদন পর্যালোচনার পর রেল কর্তৃপক্ষ মানবিক বিবেচনায় স্থানীয়দের মতামত মানববন্ধনের মাধ্যমে পাঠাতে বলেছে।

দীর্ঘদিন ধরে অবহেলিত আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনটি বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। প্ল্যাটফর্ম নিচু হওয়ায় নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের ট্রেনে উঠতে দুর্ভোগ পোহাতে হয়। বসার উপযুক্ত আসন নেই, টিনের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে, এবং আলো স্বল্পতার কারণে রাতে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। যদিও দু’একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে, তবে সেগুলোর কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ব্রিটিশ আমলে স্থানীয় জমিদার ও সমাজসেবক আহসান উল্লাহ মোল্লার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন। তাঁর নামানুসারেই স্টেশনটির নামকরণ করা হয়। একসময় এটি উত্তরাঞ্চলের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ছিল। কিন্তু দীর্ঘদিনের অবহেলায় স্টেশনটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয়দের দাবি, স্টেশনটি সংস্কার করে চিলাহাটি এক্সপ্রেসসহ ঢাকাগামী সকল ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা গেলে আত্রাই ও পার্শ্ববর্তী অঞ্চলের অর্থনৈতিক, সামাজিক ও বাণিজ্যিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow