আশুলিয়ায় অস্ত্রসহ এক আসামি গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়ায় বিশেষ অভিযানে অস্ত্রসহ এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিটের দিকে আশুলিয়া থানার গৌরীপুর গ্রামের পলমল গার্মেন্টসের পাশে সদরপুর রোডে ন্যাচারাল নার্সারির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় এবং আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে বাধা সৃষ্টি করছিল বলে জানিয়েছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে মির্জা রুবেল ওরফে রুবেল ওরফে সুমন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার পিতা মির্জা বিষু ওরফে আব্দুর রহমান ওরফে বিশা খান এবং মাতা রুবি খানম। তার স্থায়ী ঠিকানা টাঙ্গাইল জেলার টাঙ্গাইল সদর থানার নামদার কুমুল্লি (খানপাড়া) এলাকায়।
গ্রেফতারকৃত রুবেলের দখল থেকে একটি সচল রিভলভার উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটির দৈর্ঘ্য ৮.৫ ইঞ্চি, কাঠের বাট সংযুক্ত এবং ব্যারেলে ইংরেজিতে খোদাই করা আছে “Made in Germany”। অস্ত্রটির সিলিন্ডার ও ফায়ারিং পিন সচল অবস্থায় পাওয়া যায়।
পুলিশ জানিয়েছে, অভিযানের সময় রুবেলের সঙ্গে থাকা আরও ৮ থেকে ১০ জন সহযোগী অন্ধকারের সুযোগে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর আশুলিয়া থানায় মামলা নম্বর ৩৪, তারিখ ১০ অক্টোবর ২০২৫, ধারা ১৯(এ) দ্যা আর্মস অ্যাক্ট ১৮৭৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?






