কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Oct 10, 2025 - 15:15
 0  18
কাপ্তাইয়ে গলায় ফাঁস দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মুরগির টিলা এলাকায় গলায় ফাঁস দিয়ে খাদিজা আক্তার বাবুনী (১৬) নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত খাদিজা কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি ওই এলাকার ফার্নিচার মিস্ত্রি মো. রুবেলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও প্রেমঘটিত সম্পর্ক নিয়ে অভিমান থেকে খাদিজা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহতের বাবা মো. রুবেল জানান, “আমার মেয়ের সঙ্গে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। আমরা বিষয়টি মেনে নিতে পারিনি। তাই অন্য জায়গায় বিয়ের কথাবার্তা চলছিল। এ নিয়ে কথা কাটাকাটি হয়। আমি তখন কাজে ছিলাম, আর আমার স্ত্রীও অন্য বাসায় কাজ করছিলেন। কীভাবে ঘটনা ঘটল, বুঝে উঠতে পারিনি।”

তিনি আরও বলেন, “প্রেমের বিষয়টি নিয়ে এলাকার কিছু মানুষ নানা মন্তব্য করায় মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়ে। হয়তো লজ্জা ও অপমান সইতে না পেরে এমন সিদ্ধান্ত নিয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। বিষয়টি আমরা জানার সঙ্গে সঙ্গেই পুলিশকে অবহিত করেছি। কাপ্তাই থানা পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। প্রকৃত কারণ দ্রুতই জানা যাবে।”

স্থানীয়রা জানান, পারিবারিক অশান্তি ও সামাজিক চাপে অনেক কিশোর-কিশোরী মানসিকভাবে ভেঙে পড়ছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে তারা পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও মানসিক সহায়তা প্রদানের ওপর গুরুত্ব দিয়েছেন।

কাপ্তাই থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে রাঙামাটি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow