খোকসায় উসাস আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

সাজ্জাদ আহম্মেদ, খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি
May 8, 2025 - 22:39
 0  6
খোকসায় উসাস আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা

কুষ্টিয়ার খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস) প্রথমবারের মতো আয়োজন করল ২৫শে বৈশাখের সংগীত সন্ধ্যা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) রাত ৮টায় উসাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক মনোমুগ্ধকর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছিল সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রেশমা খাতুন, খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান এবং উসাসের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাফিজ আহমেদ খান রাজু।

এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সাবেক প্রিন্সিপাল ও উপদেষ্টা এস এম আলীম রেজা প্রমুখ।

উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস)-এর সভাপতি রবিউল আলম বাবুল বলেন, "খোকসার সাংস্কৃতিক অঙ্গনে উসাস একটি উজ্জ্বল নক্ষত্র। সংস্কৃতি সময়ের সঙ্গে পরিবর্তিত হলেও এর মূল সত্তা পূর্বপুরুষদের ঐতিহ্য থেকে প্রাপ্ত। নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে উসাস আবারও গতিশীল হয়ে উঠেছে। আমরা আশা করি, এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং খোকসার সাংস্কৃতিক জগৎ আরও সমৃদ্ধ হবে।"

তিনি নবনির্বাচিত সকল সাংস্কৃতিক কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow