ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌন মানববন্ধন

মাহমুদুল হাসান, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
Aug 11, 2025 - 16:40
 0  1
ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌন মানববন্ধন

তাঁদের মুখ ছিল কালো কাপড়ে বাঁধা, কিন্তু বুকের ভেতরের ক্ষোভ আর প্রতিবাদের আগুন যেন ছড়িয়ে পড়ছিল রাজপথে। গাজীপুরে সহকর্মী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এভাবেই এক ব্যতিক্রমী ও শক্তিশালী মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা।

সোমবার (১১ আগস্ট) সকালে শহরের ব্যস্ততম টি এ রোডে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। মুখে কালো কাপড় বেঁধে তাঁরা এই বর্বরোচিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিজেদের সম্মিলিত অবস্থান তুলে ধরেন, যা ছিল গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টার বিরুদ্ধে এক জোরালো প্রতীকী প্রতিবাদ।

মানববন্ধন শেষে ক্ষুব্ধ সাংবাদিক নেতারা বলেন, "সাগর-রুনি হত্যাকাণ্ড থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতিই অপরাধীদের এমন বেপরোয়া করে তুলেছে।"

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপনের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা আরও বলেন, "সাংবাদিকদের জাতীর চতুর্থ স্তম্ভ বলা হলেও দেশে তাদের কোনো নিরাপত্তা নেই। দায়িত্ব পালনের সময় প্রকাশ্যে গলা কেটে হত্যার মতো ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য এক অশনি সংকেত।"

তাঁরা তুহিন হত্যাকাণ্ডকে মুক্ত সাংবাদিকতার ওপর এক 'নগ্ন হামলা' বলে অভিহিত করেন এবং অবিলম্বে এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি, দেশের সকল সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের প্রতিবাদে গণমাধ্যমকর্মী এবং বিবেকবান নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, জেলা সিপিবি সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংবাদিক নেতা আমিনুল ইসলাম আহাদ, সোহেল সরকার, শেখ মোঃ নাদিমসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই মৌন প্রতিবাদ যেন সরব হয়ে একটি কথাই বলছিল—আর কোনো সাংবাদিকের রক্ত রাজপথে ঝরতে দেওয়া হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow