বারঘরিয়ায় মাদকবিরোধী সচেতনতায় আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”—এই স্লোগানকে ধারণ করে বিজয়নগরের বারঘরিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী। মাদক প্রতিরোধে জনসচেতনতা গড়ে তোলাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের বিএসি শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস মাস্টার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ মনজিল খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান প্রফেসর মোঃ খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন মোঃ শাহিন মিয়া। এছাড়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আমিন খানের দুই পুত্রসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে যোগ দেন।
রচনা প্রতিযোগিতায় ৯০ জন প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০ জনকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। প্রথম পুরস্কার ছিল ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল এবং তৃতীয় পুরস্কার রাইস কুকার। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়, যা অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুবায়ের আহমেদ, হামিদুল্লাহ খান, মোস্তফা স্যার, মালেক স্যার, হাজী আব্দুল আওয়াল, মোঃ আজম খান, আব্দুল্লাহ মাস্টার, নূর মোহাম্মদ আবু মিয়া, ওমর খান সরকার, কাউছার মিয়া, ইমরান সিদ্দিকী, আলাউদ্দিন বিন কফিল, কেফায়েত উল্লাহ, আইয়ুব খান, শিরু মিয়া, রোমান খান, ছোটন খান, রুবেল মিয়া, সায়েদ মিয়া প্রমুখ। বক্তারা বলেন, বারঘরিয়ায় এমন সুন্দর ও সময়োপযোগী মাদকবিরোধী আয়োজন খুবই উৎসাহব্যঞ্জক। শহর বা বন্দর এলাকাতেও অনেক সময় এ ধরনের সচেতনমূলক আয়োজন দেখা যায় না। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তাঁরা।
বক্তারা আরও মন্তব্য করেন, সন্তানদের প্রতি অভিভাবকদের অবহেলা ও উদাসীনতা অনেক সময় তাদের মাদকের প্রতি আকৃষ্ট করে তোলে। তাই পারিবারিক পরিবেশে নজরদারি ও স্নেহ-ভালোবাসা বাড়ানো জরুরি। অভিভাবকদের সচেতনতা হলে অনেক তরুণই মাদকাসক্তি থেকে দূরে থাকবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
What's Your Reaction?
মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ