বিজয়নগরে পারিবারিক পোস্টি বাগান স্থাপন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে ২০২৪-২৫ অর্থবছরের অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পোস্টি (মসলা জাতীয়) বাগান স্থাপন প্রকল্পের আওতায় ২০ জন কৃষক ও কৃষাণীকে নিয়ে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বুধবার (৮ মে) অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার তিলোত্তমা রায় তমা এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার নূরে আলম।
বৈঠকটি সঞ্চালনা করেন সিংগারবিল ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি অফিসার মোঃ হাদিউল ইসলাম ভূঁইয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি অফিসার রুহুল আমিন খান, সফিউল আলম সুজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৈঠকে কৃষি অফিসার জিয়াউল ইসলাম সিংগারবিল ব্লকের কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন এবং কৃষি ও কৃষকের উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দেন।
তিনি বলেন, “আঙ্গিনায় ফেলে রাখা জমি ও অনাবাদি ভূমি ব্যবহার করে যদি পরিবারভিত্তিক পোস্টি বাগান গড়ে তোলা যায়, তাহলে একদিকে যেমন পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো সম্ভব, তেমনি বাড়তি আয়ও অর্জন করা যাবে।”
বক্তারা এ ধরনের কার্যক্রমকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন এবং উপস্থিত কৃষক-কৃষাণীদের সক্রিয় অংশগ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
What's Your Reaction?






