আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বিশ্বকবির ১৬৪ তম জন্মোৎসব উদযাপন

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
May 8, 2025 - 20:57
 0  4
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বিশ্বকবির ১৬৪ তম জন্মোৎসব উদযাপন

নওগাঁর আত্রাইয়ের পতিসর কাচারি বাড়িতে তিনদিন ব্যাপী আয়োজনে পালিত হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

পরে কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: বেলাল হোসেন ও নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম আলোচনা সভায় বক্তব্য রাখেন।

সরকারি ভাবে তিনদিনব্যাপী আয়োজন চললেও স্থানীয়ভাবে রবীন্দ্র উৎসব আরও কয়েকদিন চলবে। এ উপলক্ষে পতিসর কাচারি বাড়িতে বসেছে গ্রামীণ রবীন্দ্র মেলা। কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করছে।

উল্লেখ্য, রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯১ সালে প্রথমবার পতিসরে আসেন। ১৯৩৭ সাল পর্যন্ত তিনি নিয়মিতভাবে এই কুঠি বাড়িতে অবস্থান করেছেন। তাঁর শেষ আগমন ঘটে ১৯৩৭ সালের ২৭ জুলাই। এখানে বসেই তিনি অনেক বিখ্যাত কবিতা, গল্প ও প্রবন্ধ রচনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow