ফরিদপুরে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন

ফরিদপুর জেলা প্রতিনিধি
Jul 5, 2025 - 20:18
 0  2
ফরিদপুরে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন

ফরিদপুরে ১০৩তম আন্তর্জাতিক সমবায় দিবস উপলক্ষে জেলা সমবায় ইউনিয়নের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় ফরিদপুর শিল্পকলা একাডেমির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মো. ওমর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সমবায় ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, মো. সামচুল হক মোল্লা, শতনীড় মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি মো. ফারুক হোসেন ও প্রধান নির্বাহী মো. জাহাঙ্গীর হোসেন।

স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহ-সভাপতি আব্দুর রহমান লাল্টু।

এছাড়াও বক্তব্য দেন একতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি অ্যাড. মানিক মজুমদার, দেশ সেন্ট্রাল কো-অপারেটিভ সোসাইটির সভাপতি নাজিমুদ্দিন লেলিন, সমবায় ইউনিয়নের সহ-সভাপতি মো. মজিবুর রহমান, ইভা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সভাপতি অরুপ চক্রবর্তী, নন্দন সমবায় সমিতির প্রতিনিধি শেখ মিজানুর রহমান, সমবায়ী সদস্য ইমরান হোসেন, সালমা বেগম, জাহিদুর রহমান ও আফরুজা ইয়াসমিন।

বক্তারা বলেন, “সমবায় সমিতির মাধ্যমে দেশের বেকার সমস্যা কমে এসেছে। উদ্যোক্তা তৈরিতে সমবায়ের ভূমিকা অনস্বীকার্য। পাশাপাশি দেশের অর্থনীতিতে সমবায়ের অবদান গুরুত্বপূর্ণ।”

তবে তারা অভিযোগ করেন, কিছু সমবায় প্রতিষ্ঠান নিয়মনীতি না মেনে কার্যক্রম পরিচালনা করায় ভালো প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ সমস্যা সমাধানে তারা সমবায় আইন ও বিধির যুগোপযোগী সংশোধনের দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow