দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও দারিদ্র্যমুক্ত মঠবাড়িয়া গড়ার অঙ্গীকার আব্দুল জলিলের

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 13, 2025 - 17:31
 0  3
দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও দারিদ্র্যমুক্ত মঠবাড়িয়া গড়ার অঙ্গীকার আব্দুল জলিলের

আসন্ন সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে নির্বাচিত হলে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাস ও দারিদ্র্যমুক্ত মঠবাড়িয়া উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মো. আব্দুল জলিল শরীফ। তিনি এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মঠবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সভায় তিনি দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, "মহান আল্লাহ আমাকে আপনাদের সেবায় কাজ করার সুযোগ দিলে এবং আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি এলাকার শিক্ষা, সংস্কৃতি, দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণে কাজ করব।"

সভায় আব্দুল জলিল শরীফ আরও বলেন, "সংসদ সদস্য নির্বাচিত হলে আমি সব ধর্ম-বর্ণের মানুষের জন্য একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাব। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ মানুষের সার্বিক কল্যাণে নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার করছি।"

জামায়াতে ইসলামীর মিডিয়া বিভাগের সভাপতি মো. আবুল বাশারের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ, মঠবাড়িয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মালেক মীর এবং উপজেলা বাইতুলমাল সম্পাদক মো. আমিন হোসাইন।

এছাড়াও, উপজেলার ১১টি ইউনিয়নের জামায়াতের সভাপতি ও সেক্রেটারিসহ জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow