৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের স্মারকলিপি প্রদান

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখা। রবিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন ও সাধারণ সম্পাদক মুফতি আবু নাসির আইয়ুবীর নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার হাতে স্মারকলিপি প্রদান করেন। এতে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নসহ ৫ দফা দাবি উত্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহসভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেন, সহ-প্রচার সম্পাদক মুফতি আবু সালেম, ফরিদপুর সদর উপজেলা শাখার সভাপতি মুফতি আসাদুজ্জামান, সহসভাপতি ডা. মো. মাহদী হাসান, সেক্রেটারি মুফতি নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক মুফতি শাহির উদ্দিন, ফরিদপুর মহানগর শাখার সেক্রেটারি শেখ মো. হেলাল, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদ হোসেন, ছাত্র মজলিস ফরিদপুর পশ্চিমের সভাপতি মোল্লা রুহুল আমিন ও মহানগর ছাত্র মজলিসের দায়িত্বশীল হাফেজ আব্দুল মমিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সরকার তাদের উত্থাপিত যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেবে।
What's Your Reaction?






