রুমায় এককালীন আর্থিক সহায়তা পেল ১০৬ শিক্ষার্থী

বান্দরবানের রুমা উপজেলায় এককালীন আর্থিক অনুদান বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রুমা সাঙ্গু সরকারি কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
রুমা সাঙ্গু সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছোলজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক সুইপ্রুচিং মারমা, প্রভাষক নুখ্যাইচিং মারমা, প্রভাষক হারুনুর রশিদ এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠ কর্মকর্তা খেমাজন ত্রিপুরা।
সভায় জানানো হয়, ২০২৪-২৫ অর্থবছরে জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে দরিদ্র, দুঃস্থ ও অসহায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তার অংশ হিসেবে এই অনুদান প্রদান করা হয়েছে। অনুষ্ঠানের এক পর্যায়ে ১০৬ জন শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে দুই হাজার টাকা করে এককালীন নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়।
অতিথিরা বলেন, সরকারের এ ধরনের আর্থিক সহায়তা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ যোগাবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
What's Your Reaction?






