বিএনপির সঙ্গে এনএসআই প্রধানের বৈঠক নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রধানের সঙ্গে বিএনপির বৈঠকের অভিযোগ তুলে একে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্র থেকে সরে গিয়ে ফ্যাসিবাদী কাঠামোর দিকে ধাবিত হচ্ছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
রবিবার (৫ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শহীদ ওসমান হাদির কবর জিয়ারত ও ‘আজাদী যাত্রা’ কর্মসূচি শুরুর প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহও উপস্থিত ছিলেন।
এনএসআই প্রধানের কর্মকাণ্ডের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এনএসআই প্রধান গিয়ে মিটিং করলেন। প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী অতি উৎসাহী হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এটি সরাসরি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ যে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছিল, সেই গণতন্ত্র থেকে দেশ এখন একটি ফেসিজমের দিকে, একটি ফেসিস্ট কাঠামোর দিকে ধাবিত হচ্ছে।’
শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং তিনি যে আজাদীর লড়াই শুরু করেছিলেন তা সম্পন্ন করাই এখন আমাদের প্রধান কর্তব্য। তার আকাঙ্ক্ষা ধারণ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আজাদী যাত্রা নতুন করে শুরু করা হয়েছে।’
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘যারা বিএনপির সাধারণ নেতাকর্মীদের হত্যার বৈধতা উৎপাদন করেছে, যেসব মিডিয়া মাফিয়া ও লুটেরা—তাদের সাথে গতকাল জনাব তারেক রহমানের হাস্যোজ্জ্বল ছবি দেখলাম। এটি বিএনপির যেসব নেতাকর্মী দীর্ঘকাল মাঠে থেকে লড়াই-সংগ্রাম করেছেন, তাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে।’
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘যাদের কারণে বিএনপির কর্মীরা নির্যাতিত হয়েছেন, আজ তাদের সঙ্গেই নেতৃত্বের এমন ঘনিষ্ঠতা তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের জন্য বেদনাদায়ক।’
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ