২৫০ আসনে প্রার্থী ঘোষণা: জামায়াতের ১৭৯, খেলাফত মজলিসের ২০
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৫০টি আসনে নিজেদের প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোট। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, ২৫০টি আসনের মধ্যে সিংহভাগ বা ১৭৯টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এছাড়া জোটের অন্যতম শরিক, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসকে ২০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা ইসলামপন্থি দলগুলোর ঐক্য, পারস্পরিক সমন্বয় এবং সম্মিলিত রাজনৈতিক অবস্থানের ওপর গুরুত্বারোপ করেন। নেতারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এবং একটি সুষ্ঠু ধারার রাজনীতি প্রবর্তনে এই জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তবে এদিনের আয়োজনে একটি বিষয় সবার দৃষ্টি আকর্ষণ করেছে—তা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুপস্থিতি। সংবাদ সম্মেলনে দলটির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। জোটের এমন গুরুত্বপূর্ণ ঘোষণায় তাদের অনুপস্থিতি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং জোটের ভেতরে দলটির বর্তমান অবস্থান নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৭৯টি আসনে প্রার্থী ঘোষণার মাধ্যমে জামায়াতে ইসলামী জানান দিল যে, এই জোটে তাদের সাংগঠনিক শক্তি ও প্রভাব কতটা প্রবল।
What's Your Reaction?
নিজস্ব প্রতিবেদকঃ