মাছরাঙা টেলিভিশনের ১৪ বছর পূর্তি উপলক্ষে সাভার প্রেস ক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠান

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও মানসম্মত অনুষ্ঠান সম্প্রচারের ১৪ বছর পূর্তি উপলক্ষে সাভার প্রেস ক্লাবে মাছরাঙা টেলিভিশনের উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। বুধবার (৩০ জুলাই) সকালে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোঃ মাহফুজুর রহমান। অনুষ্ঠানের শুভ সূচনা করেন মাছরাঙা টেলিভিশনের জেলার প্রতিনিধি সৈয়দ হাসিব, যিনি স্বাগত বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাঁদের আলোচনায় বলেন, মাছরাঙা টেলিভিশন শুরু থেকেই শুধু অপরাধ নয়—দেশ-বিদেশের সম্ভাবনা, সংস্কৃতি, সফলতা ও আলোকিত মানুষের গল্প তুলে ধরেছে। তারা বলেন, মাছরাঙার সংবাদ পরিবেশন জাতিকে সচেতন করে, যা অন্য অনেক চ্যানেলের চেয়ে আলাদা করে তোলে। বিশেষ করে গত জুলাই-আগস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংক্রান্ত বিভিন্ন সংবাদ সঠিকভাবে তুলে ধরায় সংশ্লিষ্ট প্রতিবেদকের ভূয়সী প্রশংসা করা হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হওয়া সেই সাংবাদিকের প্রতি জানানো হয় গভীর সমবেদনা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোহাম্মদ শাহিনুল কবির, প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক এমদাদুল হক, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক লোটন আচার্য, নির্বাহী সদস্য মোঃ আজিম উদ্দিন এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু এবং গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রুদ্র মুহাম্মদ শফিউল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি তোফা সানি।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মাছরাঙা টেলিভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও সত্য তুলে ধরার ধারা অব্যাহত রাখবে এবং দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
What's Your Reaction?






