আনোয়ারা-হামিদা হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 31, 2025 - 01:05
 0  7
আনোয়ারা-হামিদা হাসপাতালের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

ফরিদপুরের সদরপুরে আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের উদ্যোগে একদিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) আকোটেরচর ভূমি অফিস চত্বরে আয়োজিত এ ক্যাম্পে ৬ শতাধিক রোগী চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেন।

ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মুজাহিদ বেগের সার্বিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই শিবিরে নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। রোগীদের মধ্যে ছানি পড়াসহ বিভিন্ন চক্ষু সমস্যার চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থপতি মুজাহিদ বেগ বলেন, “আজকের ক্যাম্প থেকে ৬ হাজার রোগীকে সেবা প্রদান করা হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৫শ’ ছানি পড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়েছে।” তিনি আরও জানান, আনোয়ারা-হামিদা হাসপাতাল থেকে ইতিমধ্যে ৩৫ হাজার ছানিপড়া রোগীর সফল অপারেশন সম্পন্ন করা হয়েছে।

তিনি বলেন, “আগামী ৩ মাসে ফরিদপুর-৪ আসনের প্রতিটি ইউনিয়নে চক্ষু চিকিৎসা শিবির আয়োজন করা হবে। আমাদের লক্ষ্য হলো, স্বল্পমূল্যে ছানি অপারেশনের মাধ্যমে গরীব ও অসহায় মানুষের চোখে আলো ফিরিয়ে এনে মানবতার সেবা করা।”

এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, এই কার্যক্রম অব্যাহত রাখতে হলে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow