ভাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

সরোয়ার হোসেন, ভাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Jul 31, 2025 - 01:08
 0  3
ভাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ফরিদপুরের ভাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানিয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি) স্কিমের অধীনে এ পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি কাজী মাহবুবুল্লাহ কলেজের অধ্যক্ষ মো. নিজাম খান এবং সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া।

এইচএসসি ও কামিল পরীক্ষায় বোর্ড পর্যায়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ২৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আকরাম হোসেন খান, একাডেমিক সুপারভাইজার প্রহ্লাদ বিশ্বাস, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেন, মাদ্রাসা অধ্যক্ষ মো. ইব্রাহিম মিয়া, প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন খান, মনিরুজ্জামান মোস্তফা, বাচ্চু মাতুব্বর, লাবলু হোসেন, সুবোধ চন্দ্র মাল, গিয়াসউদ্দিন প্রমুখ।

এ আয়োজনে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান ও শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন বক্তারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow