মাগুরায় শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক নির্বাচিত হলেন হাফিজুর রহমান

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 31, 2025 - 12:25
 0  3
মাগুরায় শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক নির্বাচিত হলেন হাফিজুর রহমান

সাহসিকতা এবং পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ মাগুরা জেলার শ্রেষ্ঠ পুলিশ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ হাফিজুর রহমান। গত জুন-২০২৫ মাসে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, আসামি আটক এবং মামলার তদন্ত নিষ্পত্তিসহ সার্বিক কর্ম মূল্যায়নে তিনি এই সম্মাননা অর্জন করেন।

সম্প্রতি মাগুরা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোঃ হাফিজুর রহমানের হাতে সম্মাননা পুরস্কার ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। পুরস্কার তুলে দেন মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, পিপিএম, বিপিএম বার।

অনুষ্ঠানে পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, "মোঃ হাফিজুর রহমানের এই অর্জন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তার এই সাফল্য অন্য পুলিশ সদস্যদেরও নিজ নিজ দায়িত্বে আরও বেশি নিবেদিত হতে উৎসাহিত করবে। আমরা আশা করি, তিনি ভবিষ্যতেও তার এই সাফল্য ধরে রাখবেন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন।"

জানা গেছে, এসআই হাফিজুর রহমান মাগুরা সদর থানায় কর্মরত রয়েছেন। তিনি জুন মাসে উল্লেখযোগ্য সংখ্যক অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, মাদক কারবারিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনে দক্ষতার পরিচয় দিয়েছেন। তার এই কৃতিত্বের ফলেই তিনি জেলার সেরা উপ-পরিদর্শক হিসেবে মনোনীত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলীসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপস্থিত কর্মকর্তারা এসআই হাফিজুর রহমানের পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। এই সম্মাননা প্রদান মাগুরা জেলা পুলিশের সদস্যদের মধ্যে কর্মস্পৃহা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow