আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, বাড়ির ম্যানেজার গ্রেপ্তার

আশুলিয়ার একটি ভাড়া বাড়িতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে বাড়ির ম্যানেজার মাহবুবুর রহমান গিয়াস (৪৬) গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) আশুলিয়া থানা পুলিশ র্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত গিয়াস দীর্ঘদিন ধরে এক ভাড়াটিয়া তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে তরুণী বুঝতে পারেন, তাকে প্রতারণার ফাঁদে ফেলা হয়েছে। মানসিকভাবে ভেঙে পড়া ওই তরুণী পরে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে র্যাব-১ এর সহায়তায় গিয়াসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে।
স্থানীয়দের দাবি, ভাড়াবাড়ির ব্যবস্থাপনার আড়ালে এমন অপরাধমূলক চক্র সক্রিয় রয়েছে। পুলিশ বলছে, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?






