মাগুরায় সেই শিশু আছিয়ার পরিবারের পাশে জামায়েত ইসলামী

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 31, 2025 - 17:06
 0  3
মাগুরায় সেই শিশু আছিয়ার পরিবারের পাশে জামায়েত ইসলামী

সারাদেশকে নাড়িয়ে দেওয়া মাগুরার শ্রীপুর উপজেলার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় অসহায় পরিবারটির পাশে দাঁড়াল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে নিহতের পরিবারকে স্বাবলম্বী করতে দেওয়া হয়েছে বাছুরসহ দুটি দুগ্ধদায়ী গাভী এবং একটি নতুন টিনশেড গোয়ালঘর।

বুধবার (৩০ জুলাই) বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জামায়াতের কেন্দ্রীয় প্রতিনিধি ও নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন সরাসরি জারিয়া গ্রামে গিয়ে আছিয়ার পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন।

এর আগে আলোচিত এই ঘটনার পর জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান ঢাকা থেকে ছুটে এসে পরিবারটিকে সান্ত্বনা দেন এবং তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বুধবারের এই আয়োজনের মাধ্যমে সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ দেওয়া হলো।

জামায়াত নেতারা জানান, আছিয়ার বাবা একজন মানসিক রোগী এবং পরিবারে উপার্জনক্ষম আর কেউ নেই। তাই তাঁদের অর্থনৈতিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহায়তা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার আমির এমবি বাকের, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় নেতা মাওলানা আবদুল মতিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৬ মার্চ মাগুরা সদরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল। গত ১৭ মে এই মামলার একমাত্র আসামি হিটু শেখকে ফাঁসির আদেশ দেন আদালত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow