মেধার দ্যুতি ছড়ালো মাগুরায়, পুরস্কৃত হলেন কৃতি শিক্ষার্থীরা

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Jul 31, 2025 - 16:22
 0  2
মেধার দ্যুতি ছড়ালো মাগুরায়, পুরস্কৃত হলেন কৃতি শিক্ষার্থীরা

শিক্ষার আলোয় উজ্জ্বল একঝাঁক মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করার মধ্য দিয়ে মাগুরায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃতি শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদরের সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে এবং সহকারী জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস।

বক্তারা বলেন, এই পুরস্কার শিক্ষার্থীদের শুধু স্বীকৃতিই দেয় না, বরং তাদের भविष्यে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অনুপ্রেরণা জোগায়। তারা শিক্ষার্থীদের এই অর্জনের জন্য অভিনন্দন জানান এবং পড়াশোনা অব্যাহত রেখে সাফল্যের এই ধারা বজায় রাখার আহ্বান জানান।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি উপজেলার অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow