আলোচিত সোহাগ হত্যা মামলার আরও এক আসামি গ্রেফতার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে দিনদুপুরে সংঘটিত চাঞ্চল্যকর লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ড মামলায় আরও এক ধাপ অগ্রগতি হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত তদন্তে প্রাপ্ত আরও এক আসামি মোঃ সাগরকে (৩৬) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে কেরানীগঞ্জ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালি থানার একটি চৌকস দল তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্য রাস্তায় এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পুলিশ জানায়, এই চাঞ্চল্যকর ঘটনায় এর আগে পুলিশ ও র্যাব যৌথ ও পৃথক অভিযানে ১১ জনকে গ্রেফতার করেছিল। সাগরকে নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১২ জনে। গ্রেফতারকৃতদের মধ্যে ৯ জন ইতোমধ্যে আদালতে হত্যাকাণ্ডে জড়িত থাকার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃত সাগরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?






