ফরিদপুরের সদরপুরে শিক্ষার্থীদের সততার পাঠ দিচ্ছে ‘সততা স্টোর’

দোকানে থরে থরে সাজানো রয়েছে খাতা-কলম, পেন্সিল আর নানা পদের টিফিন। শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো জিনিস নিচ্ছে, কিন্তু টাকা নেওয়ার জন্য নেই কোনো দোকানি। জিনিসপত্র নিয়ে দাম অনুযায়ী টাকা রেখে দিচ্ছে নির্ধারিত বাক্সে। সততার এমন এক ব্যতিক্রমী পাঠশালা ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে ফরিদপুরের সদরপুরে।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুরচর উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থায়নে এই মহৎ উদ্যোগের উদ্বোধন করা হয়।
"দুর্নীতি করব না, দুর্নীতি মানব না, দুর্নীতি সইব না"— শিক্ষার্থীদের এই সম্মিলিত গানের সুরে মুখরিত পরিবেশে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা।
বাবুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও জাকিয়া সুলতানা বলেন, "ছোটবেলা থেকেই যদি শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগিয়ে তোলা যায়, তবেই একটি দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়া সম্ভব। এই 'সততা স্টোর' সেই লক্ষ্যেই একটি যুগান্তকারী পদক্ষেপ।"
বিদ্যালয়ে স্থাপিত এই দোকানে শিক্ষার্থীদের জন্য কেক, বিস্কুট, চানাচুর, লজেন্সের মতো হালকা খাবারের পাশাপাশি খাতা, কলম, পেন্সিলের মতো প্রয়োজনীয় শিক্ষা উপকরণ রাখা হয়েছে। প্রতিটি পণ্যের গায়ে মূল্য লেখা আছে। শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় জিনিসটি নিয়ে সততার সাথে নির্দিষ্ট বাক্সে টাকা রেখে যায়। এর মাধ্যমে শিশুকাল থেকেই তাদের মধ্যে সততা ও স্বচ্ছতার অভ্যাস গড়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রহিমা খাতুন। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একই সাথে বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, দেয়ালিকা প্রকাশ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়, যা পুরো আয়োজনকে এক ভিন্ন মাত্রা দেয়।
What's Your Reaction?






