আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট রবি ঘোষ গ্রেফতার

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
May 17, 2025 - 12:51
May 17, 2025 - 12:53
 0  18
আলফাডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে মাদক সম্রাট রবি ঘোষ গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযানে রবি ঘোষ (৬৫) নামে এক কুখ্যাত মাদক সম্রাটকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে পৌর এলাকার নোয়াপাড়া নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবি ঘোষকে গ্রেফতার করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, “মাদকসহ আটককৃত রবি ঘোষের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।”

আটককৃত রবি ঘোষকে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow