আত্রাইয়ে ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

নওগাঁর আত্রাইয়ে উন্নয়ন সহায়তা তহবিল (বিশেষ) প্রকল্পের আওতায় পাঁচুপুর ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে পাঁচুপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. রকিবুল হাসান। তিনি বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়াবে এবং সুশিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগাবে।”
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, “মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করতে ইউনিয়ন পরিষদ নানা কার্যক্রম পরিচালনা করছে। স্কুল ব্যাগ বিতরণ তারই অংশ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান, মোছা. নূরজাহান, সহকারী শিক্ষক মো. আব্দুল বারিকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
What's Your Reaction?






