যাত্রাবাড়ীতে পুলিশের জালে তিন মাদক সম্রাট, ২০০০ ইয়াবা উদ্ধার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jul 27, 2025 - 15:59
 0  1
যাত্রাবাড়ীতে পুলিশের জালে তিন মাদক সম্রাট, ২০০০ ইয়াবা উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তিন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মো. বাধন (২৪), আলমগীর প্রামাণিক ওরফে পরী (৩৫) ও আব্দুল মান্নান (৪৫)।

শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে দক্ষিণ যাত্রাবাড়ী কবরস্থান রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে থানার একটি টিম জানতে পারে যে, দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ৮৪০ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় আরও কয়েকজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের শনাক্ত করে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow