শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই, পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খান

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
May 16, 2025 - 18:06
 0  10
শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই, পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খান
শ্রীনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই, পরিদর্শনে উপদেষ্টা আদিলুর রহমান খান

মুন্সীগঞ্জের শ্রীনগর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় শতাধিক দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে বাজারের মধ্য অংশের কাপড়পট্টি, মুরগী পট্টি, গুড়পট্টি, ডাল পট্টি, নিমকি পট্টি ও বানিয়া পট্টিসহ চারটি গলির প্রায় শতাধিক দোকান ভস্মীভূত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিস প্রায় তিন ঘণ্টা প্রাণান্তকর প্রচেষ্টার পর ভোর ৫টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ছয়টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস তদন্ত শুরু করবে।

আগুনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মহাল পরিদর্শনের জন্য সকাল ১১টা থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসেন। প্রথমেই পরিদর্শনে আসেন বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। এরপর সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিএনপি সভাপতি আলহাজ্ব মমিন আলী, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, দেলোয়ার হোসেন ও সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন ঘটনাস্থল পরিদর্শন করেন।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টায় শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, জেলা পুলিশ সুপার শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) আনিসুর রহমান, ওসি শাকিল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, আবুল কালাম কানন, বাজার কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিটু প্রমুখ।

স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow