অস্ত্র চালানোর ভাইরাল ভিডিওতে থাকা রাসেলসহ আটক ৩

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমান প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Oct 15, 2025 - 18:57
 0  37
অস্ত্র চালানোর ভাইরাল ভিডিওতে থাকা রাসেলসহ আটক ৩

মুন্সীগঞ্জের শ্রীনগরে অস্ত্র চালানোর প্রশিক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আলোচিত ‘রাসেল-ফয়সাল বাহিনী’র প্রধান রাসেল হাওলাদারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ভাইরাল হওয়া ভিডিওটিতে রাসেলকে উপস্থিত থাকতে দেখা গেছে।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরবাগ এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন শ্রীনগরের বাঘড়া এলাকার রাসেল হাওলাদার (৩০), সাখাওয়াত বেপারি (২৮) এবং তারেক খান (৩০)।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কিছুদিন আগে ধারণ করা অবৈধ অস্ত্র প্রদর্শন এবং প্রশিক্ষণের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে আসার পর দ্রুত তদন্ত শুরু হয়। তদন্তে ভিডিওর স্থানটি শ্রীনগর সরকারি কলেজের উত্তর-পূর্ব কোণের পুকুরপাড় হিসেবে শনাক্ত করা হয় এবং ভিডিওতে থাকা ব্যক্তিরা ‘রাসেল-ফয়সাল বাহিনী’র সদস্য বলে চিহ্নিত হয়। এরপরই জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর হয় এবং তিনজনকে আটক করতে সক্ষম হয়।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভিডিওতে থাকা বাকি সহযোগীদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, একটি নির্জন স্থানে চারজন যুবক দাঁড়িয়ে আছেন, যাদের দুজনের হাতে দুটি পিস্তল। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, "দামি কিন্তু এইডা, দুইডা দিয়া শট করমু।" জবাবে অন্যজন বলেন, "দুইডা দিয়া শট করা যাইব না, একটা দিয়া শট করতে হইব। গুল্লি রেয়ার, পাওয়া যায় না।" এরপর একজন পিস্তলের লক খুলে গুলি করার বিষয়ে কথা বলেন এবং আরেকজন পিস্তল হাতে আকাশের দিকে গুলি করার চেষ্টা করেন, পাশ থেকে অন্যজন তাকে নির্দেশনা দিচ্ছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওতে থাকা যুবকদের মধ্যে প্রধান হিসেবে পরিচিত রাসেল উপজেলার বাঘড়া এলাকার বাসিন্দা। এছাড়া ফয়সালের বাড়ি কামারখোলা, সাদা টি-শার্ট পরা আহিরের বাড়ি শ্রীনগর ইউনিয়নের মথুরা পাড়ায় এবং কালো পাঞ্জাবি পরা অন্যজন একই এলাকার অর্পণ বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow