চুরি গেছে জীবিকার একমাত্র ভরসা, অটোভ্যানের অভাবে দিশেহারা খলিল শেখ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নাওড়া মিঠাপুর গ্রামের অসহায় অটোভ্যানচালক খলিল শেখ এখন দিশেহারা। জীবিকার একমাত্র অবলম্বন অটোভ্যানটি চুরি হয়ে যাওয়ায় তার পাঁচ সদস্যের পরিবারের মুখে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া।
১০ অক্টোবর রাতে বাড়ি থেকে তার অটোভ্যানটি চুরি হয়। এরপর থেকে পরিবার নিয়ে তিনি চরম কষ্টে দিন কাটাচ্ছেন। বর্তমানে ধার-দেনা করে কোনোভাবে সংসার চালাচ্ছেন খলিল।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে খলিল শেখ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
খলিল শেখ জানান, আমি ছোট মানুষ, দিন আনি দিন খাই। ভ্যানটাই ছিল জীবিকার একমাত্র ভরসা। যদি একটা নতুন ভ্যান কিনতে পারতাম, তাহলে আবারও কাজ শুরু করে ছেলেমেয়েদের মুখে ভাত তুলে দিতে পারতাম।
পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে খলিলের সংসার। আগে ভ্যান চালিয়ে কোনোভাবে দিন চললেও এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে চলছে তাদের খাবার জোগান।
স্থানীয় ইউপি সদস্য ফারুক মোল্লা বলেন, খলিল ভাই পরিশ্রমী ও সৎ মানুষ। ভ্যান হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। সমাজের বিত্তবান ও প্রশাসনের উচিত তার পাশে দাঁড়ানো।
এলাকার চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল বলেন, খলিল শেখের মতো সৎ মানুষ সমাজে বিরল। প্রশাসন ও দানশীল ব্যক্তিরা একত্রে এগিয়ে এলে তার জন্য একটি নতুন ভ্যানের ব্যবস্থা করা সম্ভব হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, মানবিক সহায়তার আবেদনটি আমরা পেয়েছি এবং বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি। সুযোগ তৈরি হলে তাকে সাহায্য করা হবে।
অটোভ্যানচালক খলিল এখন কেবল একটি নতুন ভ্যানের অপেক্ষায় আছেন যার চাকার ঘূর্ণনে হয়তো আবারও ঘুরে দাঁড়াবে এক অসহায় পরিবার, ফিরে আসবে জীবনের হাসি।
What's Your Reaction?






