বোয়ালমারীতে জমি দখলের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ
Aug 30, 2025 - 20:33
 0  1
বোয়ালমারীতে জমি দখলের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুরের বোয়ালমারীতে জোর করে জমি লিখে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় বার্তা টাওয়ারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোমেন উদ্দিন বিশ্বাসের ছেলে মো. মোস্তফা বিশ্বাস এক বছর আগে তার বড় বোন চন্দনা বেগমের কাছ থেকে ১৫ লাখ টাকা ঋণ নিয়ে ১৪ শতাংশ জমি ক্রয় করেন। পরে অভাব-অনটনের কারণে তিনি ওই জমির মধ্যে ৫ শতাংশ বিক্রি করতে চাইলে চালিনগর গ্রামের রশিদ শেখের ছেলে মো. জাহাঙ্গীর শেখ প্রতি শতক ৩ লাখ টাকা প্রস্তাব দেন। অন্যদিকে স্থানীয় রফিকুল ইসলাম প্রতি শতক ৬ লাখ টাকা প্রস্তাব করলে জমিটি রফিকুল ইসলামের কাছে বিক্রি করে দখল বুঝিয়ে দেন মোস্তফা বিশ্বাস।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীর শেখ ও তার ভাই আলমগীর ও হেমায়েত মোস্তফাকে বিভিন্ন সময় খুন-জখমের হুমকি দিতে থাকে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ নিয়ে একটি সালিশ বসে। সালিশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কুদ্দুস শেখ। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন, আহাদ মেম্বার, মুশা মেম্বারসহ অনেকে। কিন্তু জাহাঙ্গীর শেখ গংদের অসৌজন্যমূলক আচরণের কারণে সালিশ পণ্ড হয়ে যায়।

পরে মোস্তফাকে একা পেয়ে তারা জোর করে জমি লিখে দিতে বলে। তিনি অস্বীকৃতি জানালে কুপিয়ে-পিটিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এমনকি তার ঘরবাড়ি ও দোকানপাট জ্বালিয়ে দেওয়ারও ভয় দেখানো হয়।

এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে মোস্তফা বিশ্বাস শনিবার সকালে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দুপুরে তিনি বোয়ালমারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, "এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow