পোরশায় ৪০ লক্ষ টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

নওগাঁর পোরশা উপজেলায় অভিযান চালিয়ে পাচারের আগেই প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ১২.৩ কেজি ওজনের মূর্তিটি উপজেলার দয়হার গ্রামের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, পাচারকারী চক্রের একটি দল মূল্যবান কষ্টি পাথরের মূর্তি বিদেশে পাচারের উদ্দেশ্যে পোরশার দয়হার গ্রামের একটি আমবাগানে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে র্যাব-৫, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস দল উক্ত স্থানে অভিযান চালায়।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মূর্তিটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ ইঞ্চি উঁচু ও **১৪ ইঞ্চি চওড়া পাদদেশ-বিশিষ্ট** মূর্তিটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত বিষ্ণুমূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৪০ লক্ষ টাকা বলে র্যাব জানিয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মূর্তিটি নওগাঁর পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?






