ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী নিখোঁজের ৮ দিনেও হদিস মেলেনি

পিরোজপুরের ইন্দুরকানীতে মাদ্রাসা ছাত্রী রাবেয়া আক্তার নিখোঁজের আট দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। মেয়েকে ফিরে পেতে পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
জানা যায়, উপজেলার কলারণ গ্রামের মৃত জামাল হাওলাদারের বড় মেয়ে রাবেয়া আক্তার গত ১১ অক্টোবর খালার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। নিখোঁজ রাবেয়া কলারণ ইসলামিয়া দাখিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন এবং ২০২৫ সালে দাখিল পরীক্ষায় অংশ নেন।
পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও রাবেয়ার কোনো খোঁজ পাননি। এ ঘটনায় পরিবার এখন নিদারুণ উদ্বেগে দিন কাটাচ্ছে।
নিখোঁজ ছাত্রীর মা লিপি বেগম বলেন, “এক মাস আগে আমার স্বামী মারা গেছেন। এখনো সে শোক কাটিয়ে উঠতে পারিনি। এর মধ্যেই আমার মেয়েটাও হারিয়ে গেছে। আত্মীয়-স্বজনসহ সর্বত্র খুঁজেছি, কিন্তু কোনো সন্ধান পাইনি। আজ থানায় এসে জিডি করতে এসেছি। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই। প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।”
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “মাদ্রাসা ছাত্রী নিখোঁজের বিষয়ে আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
What's Your Reaction?






