আওয়ামী লীগ নিষিদ্ধে পিরোজপুরে জামায়াতের শোকরানা সমাবেশ

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
May 12, 2025 - 12:19
 0  6
আওয়ামী লীগ নিষিদ্ধে পিরোজপুরে জামায়াতের শোকরানা সমাবেশ

পিরোজপুরের নাজিরপুরে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পর রবিবার (১১ মে) বিকেল ৫টায় জামায়াতে ইসলামী শোকরানা সমাবেশ করেছে। উপজেলা সদরে অবস্থিত জামায়াত অফিস থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। তিনি বলেন, "ছাত্র জনতা ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল। ৯ মাসের মাথায় তাদেরই করা আইনে আজকে তারা নিষিদ্ধ হয়েছে। আল্লাহ আমাদের সংগ্রামের ফসল দিয়েছেন।"

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ শুধু নিষিদ্ধ করলেই হবে না, তাদের ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। যতদিন তাদের বিচার না হবে, ততদিন আমরা বিশ্রাম করব না।"

এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, এডভোকেট আবু সাঈদ মোল্লা, উপজেলা সমাজকল্যাণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সদর ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল হোসাইন, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মো. শেখ আবু হানিফ ও উপজেলা সেক্রেটারি সাকিবুল ইসলাম বক্তব্য রাখেন।

সমাবেশে জামায়াত নেতারা আওয়ামী লীগের 'গণহত্যা ও নির্যাতনের' বিচারের দাবি জানিয়ে আল্লাহর কাছে শোকরিয়া আদায় করেন। এছাড়া, দেশজুড়ে 'আওয়ামী মুক্ত বাংলাদেশ' গড়ার জন্য দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow