বিজয়নগরে অপ্রাপ্তবয়স্ক অটোচালকের দৌরাত্ম্য: নিয়ন্ত্রণহীনতায় বাড়ছে দুর্ঘটনা

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Nov 24, 2025 - 12:08
 0  5
বিজয়নগরে অপ্রাপ্তবয়স্ক অটোচালকের দৌরাত্ম্য: নিয়ন্ত্রণহীনতায় বাড়ছে দুর্ঘটনা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা যায়। অপ্রাপ্ত শিশু চালাচ্ছে অটোরিকশা। যেমন - আউলিয়া বাজার, হরষপুর, ইছাপু, বিষ্ণপুর, সিঙ্গারবিল, চান্দুরা রোডে দিন দিন বেড়ে চলেছে শিশুদের হাতে চালিত অটো-রিকশা। যার ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টির পাশাপাশি দূর্ঘটনা যেন এক নিত্যসঙ্গী হয়ে দাড়িয়েছে।

চলাচলগত সাধারন যাত্রীরা জানান  রাস্তায় অসংখ্যা অটো চালক রয়েছে, যাদের বয়স ১২ থেকে ১৪ বছর তাদের বেপরোয়া গতি যাত্রীদের সাথে খারাপ আচরণ, এবং রাস্তার নিয়ম কানন না জানার কারনে কোনো না কোনোভাবে ঘটছে দুর্ঘটনা।

 এসব অপ্রাপ্ত বয়স্ক চালকেরা রাস্তায় গাড়ি চালানোর সময় ডান বাম কোন দিক না দেখে এবং কোন সিগনাল না দেখিয়ে গাড়ি চালাই। ফলে মোটরসাইকেল অথবা অন্যান্য গাড়ির সাথে হয় দুর্ঘটনা।

এসব অটোরিক্সা যেভাবে দ্রুতগতিতে চলে সে অনুযায়ী ব্রেক কন্টোল নেই এবং এ অটো রিক্সা অপ্রাপ্ত বয়স্ক থেকে প্রাপ্ত বয়স্করা পর্যন্ত নিয়ম কানন সম্বন্ধে তাদের কোন ধারনা নেই।তারা শুধু ডানে বামে হাত লম্বা করে দেখিয়ে গাড়ি ঘুরিয়ে দেয়, এতে তারা কোন সমস্যা মনে করে না। এছাড়া রোড়ে বড় বড় দ্রুতগামী যান হঠাৎ ব্রেক কন্ট্রোল করতে পারেনা, যার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত।

যাত্রীরা আরো জানান, এসব শিশু অটো চালকের কারনে যাত্রীরা সবসময় আতঙ্কে থাকে। প্রশানের নজরদারি অভাবের কারনে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে অপ্রাপ্তবয়স্ক অটো চালক।

প্রশানদের দৃষ্টি আকর্ষণ করছি এসকল অপ্রাপ্তবয়স্ক অটো চালকদের অটো-রিকশা চালানো বন্ধের ব্যপারে ব্যাবস্থা নিন।

এবেপারে আউলিয়া বাজার উত্তর মোড় অটো-রিকশা মালিক সমিতির দায়িত্বরত, মাসুম বলেন আমাদের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে ১৮ বছরের নিচে কেউ অটোরিকশা চালাতে পারবে না। এখন আমরা বিভিন্ন সময় অপ্রাপ্তবয়স্ক অটো চালকদের অটো চালানো বন্ধের ব্যাপারে বলি তখন তারা বিভিন্ন অজুহাত দেখাই।

পরিবার ও সমাজের দায়িত্ব হলো এসব শিশুদের সুরক্ষা দেওয়া, শিক্ষা ও শৈশব ফিরিয়ে দেওয়া।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow