মহম্মদপুরে প্রবীণ নারী হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Nov 23, 2025 - 23:41
 0  6
মহম্মদপুরে প্রবীণ নারী হালিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক

মাগুরার মহম্মদপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রবীণ ও বর্ষীয়ান নারী হালিমা খাতুন (৯৫) আর নেই। তিনি মাগুরা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আহসান হাবীব এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. হায়াতুর রহমান পনার মমতাময়ী মা।

পরিবার সূত্রে জানা গেছে, ২২ নভেম্বর সন্ধ্যা সাতটায় বার্ধক্যজনিত কারণে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।

হালিমা খাতুন ছিলেন ফুলবাড়ী গ্রামের মরহুম আলহাজ্ব আব্দুর জব্বার মোল্লার সহধর্মিনী। ব্যক্তিজীবনে তিনি ছিলেন ধর্মানুরাগী, পরোপকারী ও শান্ত-স্বভাবের আদর্শবান একজন নারী। মৃত্যুকালে তিনি দুই পুত্র, চার কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

২৩ নভেম্বর দুপুরে ফুলবাড়ী এতিমখানা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফুলবাড়ী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় শত শত মানুষ অংশ নেন।

জানাজার পূর্বে মরহুমার স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব খলিলুর রহমান বাচ্চু এবং জ্যেষ্ঠ পুত্র মাগুরা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আহসান হাবীব।

হালিমা খাতুনের মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow