রাজশাহীর তানোরে মধ্যরাতে হিমাগারে ডাকাতি

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Nov 24, 2025 - 12:12
 0  4
রাজশাহীর তানোরে মধ্যরাতে হিমাগারে ডাকাতি

রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জ এলাকায় গভীর রাতে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ডাকাতরা নৈশ প্রহরীদের অস্ত্রের মুখে বেঁধে রেখে হিমাগারে প্রবেশ করে লুটপাট চালায়।

কোল্ড স্টোরেজের ম্যানেজার আব্দুল খালেক জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ৬-৭ জনের একটি ডাকাতদল হিমাগারে হামলা চালায়। প্রথমে নিরাপত্তাকর্মীদের ইনচার্জ আনোয়ারুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে নিরাপত্তাকর্মী সাহেব আলী, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহকে অস্ত্রের মুখে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়।

ডাকাতরা কোল্ড স্টোরেজে প্রবেশের আগে সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং প্রায় ৩০ মিনিট ধরে ভেতরে অবস্থান করে। এসময় অফিস কক্ষের ড্রয়ার ভেঙে চার লাখ টাকা ও বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নেয়।

খবর পেয়ে তানোর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। পরে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ তানোর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে।

বিষয়টি জানতে তানোর থানার ওসি আফজাল হোসেন, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস সালাম ও জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম দুপুরে জানান, তিনি বিষয়টি এখনও জানেন না—খোঁজ নিয়ে পরে জানাবেন। তবে এরপর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, এর আগে গত ৬ আগস্ট রাতে রাজশাহীর মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের গাঙ্গোপাড়া গ্রামে দেশ কোল্ড স্টোরেজে একই কায়দায় নিরাপত্তাকর্মীকে বেঁধে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow